নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার (১ জানুয়ারী) পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশ শেষে বৃহস্পতিবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হচ্ছে।
তবে ছুটি ও অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার জজ হিসেবে বিচারপতি মো. নুরুজ্জামানকে মনোনীত করেন প্রধান বিচারপতি।
এছাড়াও ছুটি ও অবকাশকালীন জরুরি মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে অবকাশকালীন ৮টি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে ৮টি বেঞ্চ গঠন করে দেয়া হয়। এসব বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়গুলোর শুনানি ও নিষ্পত্তি হচ্ছে।
Discussion about this post