দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ‘গোলাগুলির’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- রহমত আলী (৩৫) ও আবুল কাশেম ওরফে কাইশ্যা (৩৪)। পুলিশের দাবি, নিহত রহমত আলী ও কাশেম মাদক ব্যবসায়ী। তাদের দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামের নওশনদীঘি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত রহমত আলী দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মৃত শেখ রহমানের ছেলে ও আবুল কাশেম সিপাহিপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল জানান, রবিবার দিবাগত রাতে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাতে যায় দিনাজপুর সদর উপজেলার তাজপুর এলাকায়। এ সময় মাদককারবারিদের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে ওই দুই মাদক ব্যবসায়ী নিহত হন।
মাদককারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।




Discussion about this post