কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হোসাইন শরীফের ছেলে আবুল হাসিম (৩০) ও একই ক্যাম্পের শামসুল আলমের ছেলে মোহাম্মদ আয়ুব (৪০)। র্যাবের দাবি, নিহতরা ইয়াবা কারবারি ছিলেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে ৪ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরি এলজি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
টেকনাফ র্যাব-১৫, সিপিসি-১ এর ক্যাম্প ইনচার্জ এএসপি মো. শাহ আলম জানান, শামলাপুর মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা ইয়াবা কারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র্যাবও পাল্টা গুলি চালালে ইয়াবা কারবারিরা পিছু হটে। ঘটনাস্থলে দুই রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ (এক্স) পিপিএম, বিএন মির্জা শাহেদ মাহতাব জানান, র্যাবের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল তল্লাশী করে ১০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী ২টি এলজি,৬ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড খোসা উদ্ধার করতে সক্ষম হয়েছে র্যাব।
তিনি আরো বলেন মাদক পাচারে জড়িত অপরাধীরা এখনো সক্রিয় রয়েছে। তবে তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য র্যাবের মাদক বিরোধী চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।




Discussion about this post