নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে বাবা ধারের টাকা শোধ করতে না পারায় মেয়েকে দিনের পর দিন নিপীড়নের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার যুবকের নাম আবুল হোসেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়িারি) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (অপারেশন) সিকদার মহিতুল আলম জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ধর্ষণের মূল হোতা আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কামরাঙ্গীরচরে নিয়ে যাওয়া হচ্ছে।
ধর্ষণের শিকার কিশোরীর মা মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকেন। বাবার সঙ্গে থাকত সে।
কিশোরীর বাবা বছরখানেক আগে পাশের মুরগি বিক্রেতা আবুলের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। মেয়েকে ধর্ষণের সুযোগ দিলে টাকা ফেরত দিতে হবে না- এমন শর্ত বেঁধে দেন ওই মুরগি বিক্রেতা। এর পর থেকেই ওই কিশোরী ধর্ষণের শিকার হয়ে আসছিল।
ওই কিশোরী জানান, সংসারে দারিদ্র্যের কারণে তার মা বিদেশে কাজের খোঁজে গেছেন। গত ১১ জানুয়ারি আবার ধর্ষণের শিকার হলে মেয়েটি এক প্রতিবেশীকে জানায়। তিনিই পরে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়েছে।




Discussion about this post