Note: After you purchase the course we will e-mail or text you a link to our virtual classroom.
Note: After you purchase the course we will e-mail or text you a link to our virtual classroom.
Live class starting from 20 December 2020 (Conditions Apply).
If you have any query then please give us a call: 01853023925.
@All Students, Announcement from Instructor:
আস্সালামু আলাইকুম, আমি আবদুল্লাহ রায়হান গফুর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। “Basic of Income Tax” কোর্সটি পার্চেস করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের ক্লাস শুরু হতে আরো কিছুদিন বাকি। এসময়ের মধ্যে আপনাদের যা জানা দরকার এবং যা যা করণীয় তা নিম্নরুপঃ
1) আপনাদের লাইভ ক্লাস 20 তারিখের পর থেকে “Zoom” অ্যাপে নেয়া হবে। তাই এই অ্যাপটি অপারেট করা শিখুন। দরকার হলে কারো সহযোগিতা অবলম্বন করুন অথবা ইউটিউব টিউটোরিয়াল দেখুন। তারপরও সমস্যা হলে আমাদের ক্লাস ক্যাপটেনদের সহযোগিতা নিন।
২) আপনাদের পড়াশুনা বিষয়ক কোন সমস্যা সমাধানের জন্য ভার্চুয়াল ক্লাসরুমের ”Discussions” ট্যাবে আপনার প্রশ্নটি পোস্ট করুন । আমি যথা সম্ভব দ্রুত আপনার প্রশ্নের উত্তরটি দেব।
৩) আপনার যেকোন সমস্যা সমাধানের জন্য ক্লাস ক্যাপটেনদের সহযোগিতা গ্রহন করুন।
৪) আমার সাথে কোন কিছু আলোচনার জন্য আমাকে ইনবক্স করুন।
5) যেসব কোর্স ম্যাটেরিয়ালস্ ভার্চুয়াল ক্লাসরুমে আপনাদের দেওয়া হলো সেসব অধ্যায়ণ করুন। পড়ার সুবিধার্থে
আমরা কিছু লেসন বাংলায় এবং কিছু লেসন ইংরেজীতে সন্নিবেশন করেছি। আশা করি সকলের পড়তে সুবিধা হবে।
৬) কোর্সের সকল লেসন, টপিক, অ্যাসাইনমেন্ট, কুইজ ও প্রেজেনেটশন লাইভ ক্লাস চলাকালীন সময় থেকে পাওয়া যাবে।
7) সকল কুইজের নম্বর যোগ করেঃ A+, A, B, B-, C, D, E, F প্রভৃতি গ্রেডিং করা হবে এবং মেধা তালিকায় প্রথম স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করা হবে ।
৮) কোর্স কম্পিলট হওয়ার পর আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
কোর্সের সকল অ্যানাউন্সমেন্ট ভবিষ্যতে আরো দেওয়া হবে। তাই সকলে নিয়মিত ভার্চুয়াল ক্লাসরুম চেক করবেন। আপনার যেকোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যাবাদ ।