নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইস্কাটনের দিলু রোডে একটি পাঁচ তলা ভবনে অগ্নিকাণ্ডে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে সুমাইয়া (৩০) ও তার দুই সন্তান মাহাদী (৯) এবং মাহমুদুল হাসান (৯ মাস) মারা গেছে। এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও তিন জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডে পাঁচটি প্রাইভটকার ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের নিচতলায় গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দগ্ধরা হলেন- শহিদুল ইসলাম (৪০), তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। জান্নাতুল ফেরদৌস (৩৫), তার ৯৫ শতাংশ পুড়েছে। এই দুই জন স্বামী-স্ত্রী। পৌনে ৬টার দিক তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া তিন জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসে ফায়ার সার্ভিস। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. বাবুল মিয়া জানান, ৪৫/এ নিউ ইস্কাটন মগবাজার দিলু রোডে পাঁচ তলা ওই ভবনে ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। নিচ তলায় আগুন লাগে। ৯টি ইউনিট গিয়ে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। মরদেহগুলো ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। কারণ জানতে তদন্ত চলছে।
নিহত সুমাইয়ার স্বামী মনির হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ঘুম ভেঙেই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পান তিনি। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শহিদুলের শরীরের ৪৩ শতাংশ এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।




Discussion about this post