মৌলভীবাজার জেলা প্রতিনিধি : সামাজিক দায়বদ্বতা থেকে সাপ্তাহিক সীমানে-র ডাক পত্রিকা মৌলভীবাজার জেলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করছে। এরই ধারাবাহিকথায় সাপ্তাহিক সীমানে-র ডাকের উদ্যোগে ও প্রবাসী সেবুল উদ্দিন খানের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। ২ ও ৩ জুলাই ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর ও কুলাউড়া পৌরসভার বিভিন্ন এলাকায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এ চাল বিতরণ অনুষ্ঠিত হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, সীমানে-র ডাক পত্রিকার সম্পাদকমন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সীমানে-র ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া সুলতানা চৌধরী হেপী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, সীমানে-র ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোক্তাদির হোসেন, বাংলামেইলের জেলা প্রতিনিধি শরীফ আহমেদ, সীমানে-র ডাকের চিফ রিপোর্টার এস আলম সুমন, মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আতা, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান জাকি, বরমচাল ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজ খান, কুলাউড়া থানা মসজিদের খতিব হাফিজ আব্দুস সালাম, শাকিল সিদ্দিকী, ব্যবসায়ী আতিকুর রহমান, এমসি কলেজের শিক্ষার্থী সামছুল ইসলাম, শিক্ষক জায়েদ আহমেদ নিয়াজী, শিক্ষার্থী আল-আমিন, সীমানে-র ডাকের অফিস সহকারী তসিম হাসান, মাহফুজ, মহসিন হোসাইন লাবিব, মাজেদুল ইসলাম নিয়াজী, আছকির মিয়া ও কয়েছ আহমদ বটলাই প্রমুখ। চাল বিতরণ অনুষ্ঠানে ১০ কেজি করে দেড় শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।
Discussion about this post