বিডি ল নিউজঃ গতকাল বুধবার (৬ জুন) সন্ধ্যায় সারা দেশের আইনজীবীদের সম্মানে গণভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতারের আগে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী। বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলের মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ব্যারিস্টার শফিক আহমেদ, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন,সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।
এর আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা বার অ্যাসোসিয়েশন, সিলেট জেলা বার অ্যাসোসিয়েশন, গাজীপুর জেলা বার অ্যাসোসিয়েশন, দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন, শরীয়তপুর জেলা বার অ্যাসোসিয়েশন ও লালমনিরহাট জেলা বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
Discussion about this post