বিডিলনিউজঃ
আগামী দিনে ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন করেছি। আরও উত্পাদন করব। কেন পেরেছি? কারণ আওয়ামী লীগ লুটপাট করে না, জনগণ ও দেশের জন্য কাজ করে।’ বিকালে বাগেরহাটের খান জাহান আলী মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর বিনামূল্যে বই দিচ্ছি। আপনাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি। এক জানুয়ারিতেই আপনাদের ছেলেমেয়েরা বই পাচ্ছে। বিএনপিকে ভোট দিয়ে আপনারা কী পেয়েছেন? তারা বাগেরহাটকে রক্তাক্ত জনপদ করেছে। তারা বোমা মেরে আওয়ামী লীগের আটজনকে হত্যা করেছে। বিএনপি-জামায়াত মানুষকে শান্তিতে ঘুমানোর পথ বন্ধ করে দিয়েছিল। ওরা শুধু জানে মানি লন্ডারিং, ঘুষ-দুর্নীতি করতে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে ক্ষমতা ছাড়ার সময় আমরা চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ রেখে এসেছিলাম। বিএনপি-জামায়াত এসে কমিয়ে নিয়ে যায় তিন হাজার ৩০০ মেগাওয়াটে। ওই সময় কী পেল মানুষ? পেল খাম্বা। খাম্বা রাস্তার কিনারে পড়ে আছে। দুর্নীতি আর লুটপাট করে তারা টাকা খেয়েছে।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ২০ লাখ সোলার প্যানেল করেছে। আরও ১০ লাখ সোলার প্যানেলের কাজ চলছে। বিরোধী দলের নেতার ছেলেরা দেশের টাকা বিদেশে পাচার করেছে। আমরা সেই পাচার করা টাকা উদ্ধার করে দেশে ফেরত এনেছি। আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি এবং রায় কার্যকর করেছি। এখন দেশে যুদ্ধাপরাধীদের বিচারের রায় হচ্ছে।
সকাল থেকে মিছিল সহকারে সভাস্থল শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসতে শুরু করে মংলা ও রামপাল (বাগেরহাট-৩ আসন) উপজেলাসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। এর আগে মংলা পৌঁছে জয়মনিরঘোলে নির্মাণাধীন ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সাইলো (খাদ্য গুদাম) নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বিদ্যুত্ উপদেষ্টা তৌফিক-ই-এলাহি চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক প্রমুখ। জনসভায় ১৫ মিনিটের ভাষণ শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে রামপাল থেকে বাগেরহাটের উদ্দেশে যাত্রা করেন।
Discussion about this post