সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: কোটি টাকার একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে ছোট নজরুলকে।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জ জেলা ডিবির পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
মডার্ন গ্রুপ অব কোম্পানির ল্যান্ড এক্সিকিউটিভ আজমত আলী ২২ এপ্রিল রাত পৌনে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানায় ওই মামলাটি (নং-৬১) করেন। মামলায় উল্লেখ করা হয়, নিজের ক্রয়কৃত জমি তাজ জুটমিলে কাজ করতে গেলে তাদের কাছ থেকে নজরুল, জহির ও তাদের সহযোগী খালেক ওরফে জামাই খালেক এক কোটি টাকা চাঁদা দাবি করেন।
এতে আসামি করা হয় তার ভাই জহিরুল ইসলাম ও সহযোগী আবদুল খালেক ওরফে জামাই খালেককে। নজরুলের ভাই জহির শিমরইল ট্রাকস্ট্যান্ডে চাঁদাবাজিকালে ইতিপূর্বে র্যাব-১১ সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিলেন। নজরুল ইসলাম শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ের গাছ কেটে, পাথর ও বালুর ব্যবসা করে আসছিলেন।




Discussion about this post