রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাকরি প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত থেকে শুক্রবার (২৯ এপ্রিল) সকালের মধ্যে সময়ে তাদের আটক করা হয়।
র্যাব-১’র সিইও লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকরা পুলিশ, র্যাব, সেনা ও বিজিবির চাকরিচ্যুত কর্মকর্তা। তারা ১৩ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ৩৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া নানা প্রতারণায় তারা জড়িত। এ বিষয়ে বিস্তারিত বিকেলে সংবাদ সম্মলনে জানানো হবে।
Discussion about this post