বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নামে একটি সংগঠনের নামে রাজধানীর চারটি টার্মিনাল থেকে দৈনিক ৪৫ লাখ টাকা অবৈধ চাঁদা আদায় করা হচ্ছে।
চারটি টার্মিনাল হলো- ফুলবাড়িয়া, মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল। পুলিশের সহায়তায় এ চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ।
শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী এ অভিযোগ করেন।
ইনসুর আলী বলেন, বিআরটিএ’র হিসাব অনুযায়ী (জানুয়ারী-২০১৬) সারাদেশে ২৪ লাখ ৯১ হাজার ২৯৯টি পরিবহনের রেজিস্ট্রেশন রয়েছে। এরমধ্যে অটোরিকশা, টেম্পু, বাস, ট্রাক, কার্গো ভ্যান, ডেলিভারি ভ্যান, হিউম্যান হলার, জিপ, মাইক্রোবাস, মিনি বাস, পিকআপ, প্রাইভেট কার, ট্যাংকার রয়েছে।
প্রশাসন ফিটনেসবিহীন গাড়ি ও এ চাঁদা বন্ধ করতে চাইলে বিএনপি-জামায়াতের সমন্বয়ে গঠিত সংগঠনটি পরিবহন ধর্মঘটের হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
ইনসুর আরও বলেন, চারটি টার্মিনালে গাড়ি ছাড়ার আগে গাড়ি প্রতি মালিকানা চাঁদা ৭০ টাকা ও শ্রমিকদের জন্য ৩০ টাকা চাঁদার বিধান রয়েছে। কিন্তু গাড়ি প্রতি ৬শ ও ১ হাজার ২শ টাকা আদায় করা হচ্ছে। এ হিসেবে মাসে আদায় করা হচ্ছে প্রায় ৪৫ লাখ টাকার অবৈধ চাঁদা। চক্রটি অবৈধ এ চাঁদা নিলেও শ্রমিকদের কল্যাণে কোনো কাজ করে না। কথিত এ মালিক-শ্রমিক সংগঠনের নেতারা সাধারণ মালিক-শ্রমিককে দীর্ঘদিন জিম্মি করে রেখেছে।
এ শ্রমিক নেতা আরও অভিযোগ করেন, কথিত এ শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে বিনা নোটিশে ছাঁটাই করেন। দেন না নিয়োগপত্র।
শুধু এ চারটি নয় দেশের বিভিন্ন টার্মিনাল ও ফেরিঘাটে স্থানীয় মাস্তান-পুলিশের নামে লাখ লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে বলেও অভিযোগ তার।
চারটি টার্মিনালে অবৈধ চাঁদা তোলা বন্ধ, রাজধানীতে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ বন্ধ, ফিটনেসবিহীন গাড়ি বন্ধসহ ১২ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
৩০ এপ্রিলের মধ্যে প্রশাসন দাবি মেনে না নিলে ১৩ মে ঢাকায় সমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ার উচ্চারণ করেন এ নেতা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. রফিকুল ইসলামসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




Discussion about this post