জামায়াত নেতা আলী আহসান মো.মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে বের করা ছাত্রলীগের মিছিলে গোলাগুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর আকবর শাহ থানার নিউ মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে চার ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে।
গোলাগুলির ঘটনা নিয়ে দু’ধরনের বক্তব্য পাওয়া গেছে। ছাত্রলীগের দাবি, শিবিরের মিছিল ভেবে রাবার বুলেট ও টিয়ার শেষ নিক্ষেপ করে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আর পুলিশের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগ নিজেরাই গোলাগুলি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে নগরীর উত্তর কাট্টলী এলাকায় মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি নিউ মনসুরাবাদ এলাকা পর্যন্ত পৌঁছার পর গোলাগুলি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় উত্তর কাট্টলী ওয়ার্ড ছাত্রলীগ নেতা স্বর্ণেন্দু বিকাশ ধর এবং মোস্তফা হাকিম কলেজের তিন ছাত্র জাবেদ, সানিজদ ও বাবুকে আটক করে থানায় নিয়ে যায় আকবর শাহ থানা পুলিশ।
বিকেল তিনটার দিকে পুলিশ ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটুকে আটক করে থানায় নিয়ে যায়। দুই ঘণ্টা পর তাকে আবার ছেড়ে দেয়া হয়।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, পুলিশের সঙ্গে কোন ঘটনা ঘটেনি। আধিপত্য বিস্তার নিয়ে নিজেরা নিজেরা মারামারি করেছে। আমরা ঘটনাস্থলে যাবার আগেই পরিস্থিতি মোটামুটি শান্ত হয়ে গিয়েছিল। মারামারিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।
গোলাগুলি হয়েছিল কিনা জানতে চাইলে ওসি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে গোলাগুলি দেখিনি। তবে শুনেছি।




Discussion about this post