রাজধানীর যাত্রাবাড়ীর মার্কাজ মসজিদের ছাদ থেকে পড়ে যুবক নিহত। নিহতের নাম মোহাম্মদ হোসেন (২৫)। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ফিল্টারের পানি সরবরাহের কাজ করতেন। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, যাত্রাবাড়ী এলাকার মার্কাজ মসজিদের মেসে মোহাম্মদ হোসেন ভাড়া থাকতেন। তিনি প্রায়ই তিন তলা ওই মসজিদের খোলা ছাদে ঘুমাতেন।
ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে মোহাম্মদ হোসেন ছাদে ওঠার হাতলহীন সিঁড়িতে ঘুমিয়ে ছিলেন। ঘুমের ঘোরে ছাদ থেকে পড়ে যান।
ভোরে মসজিদের নিচে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পৌনে ৬টার দিকে মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




Discussion about this post