নিজস্ব প্রতিবেদক: ঢাকার কলাবাগানে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় তদন্তে অগ্রগতির প্রতিবেদন ১৬ এপ্রিল।
মঙ্গলবার এ মামলা সংক্রান্ত তদন্ত কর্মকর্তা কোনো প্রতিবেদন আদালতে দাখিল করেননি। সে জন্য ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমান মামলার নথি পর্যালোচনা করে উপরোক্ত তারিখ ধার্য করেন।
উল্লেখ্য ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন কলাবাগান থানায় মামলা করেন।
Discussion about this post