টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বাসে মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের মামলায় গ্রেফতারকৃত বাসের সুপারভাইজার এরশাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামানের আদালতে এই রিমান্ড শুনানি শেষে আদালত ৪ দিনের রিমাণন্ড মন্জুর করেন।
আদালতে শুনানি করেন কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম। তাকে সহায়তা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ।
এর আগে সোমবার দুপুরে গ্রেফতারকৃত এরশাদকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে। পরে আদালত আজ রিমান্ডের শুনানির দিন ধার্য রাখে।
গত শুক্রবার গ্রেফতারকৃত বাসের হেলপার আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে বলেছেন- বাস চালক আলম খন্দকার প্রতিবন্ধী নারীকে বাসের ভিতরে ধর্ষণ করে এবং সেই সময় সুপারভাইজার এরশাদ এই ধর্ষণে জড়িত থাকার কথা বলে। এদিকে বাসের চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।



Discussion about this post