ট্রাফিক আইন মানলে পুরষ্কার, না মানলে শাস্তি। গোপালগঞ্জ হাইওয়ে জেলা পুলিশের এমন উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোর) সকাল থেকে গোপালগঞ্জ পুলিশ লাইনের সমানের সড়কে এমন দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মানতে ও উৎসাহিত করতে হেলমেট পরা চালকদের লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছে পুলিশ। আর হেলমেট ব্যবহার না করা যাত্রীদের মোটরসাইকেল আটকে কৌশলে হেলমেট কিনতে বাধ্য করছে। হেলমেট কেনার পর তাদেরও লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হচ্ছে।
এ কার্যক্রম পরিচালনা করেন- সহকারী পুলিশ সুপার এসএম আশিকুর রহমান, এসএম জামিল আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর মো. আমিনুর রহমান, মো. মোকলেচুর রহমান প্রমুখ।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।




Discussion about this post