নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলা আইনজীবি ঐক্য পরিষদ দুর্নীতিমুক্ত বার গঠনে গ্রেফতারকৃত সাবেক সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ সভা।
গতকাল ১৭/০৫/২০২১ইং সকাল ১১ টা সময় প্রতিবাদ সভায় দুর্নীতিমুক্ত বার গঠন সহ দুনীতিগ্রস্থ ও গ্রেফতারকৃত এড.এম শাহ-আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাতক্ষীরা জেলা আইনজীবি ঐক্য পরিষদ এর সদস্যবৃন্দ।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৬ মে) দুপুরে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাড. শাহ আলমকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ভার্চুয়াল শুনানি চলাকালে সাতক্ষীরা আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তিনি (পিপি) নিজে বাদী হয়ে ও ফেসবুকে মানহানিকর ছবি ছাড়ার অভিযোগে অ্যাড. লিয়াকত আলী জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এর আগে সকালে শাহ আলমসহ পাঁচ আইনজীবীর বিরুদ্ধ সদর থানায় মামলাটি করেন শিক্ষানবিশ আইনজীবী লিয়াকত হোসেন। এছাড়া ২৭ এপ্রিল কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে একই আইনে আরও একটি মামলা করেন পিপি অ্যাড. আব্দুল লতিফ।
মামলার অভিযোগে বলা হয়, অ্যাড. শাহ আলম ও তার চার সহযোগী শিক্ষানবিশ আইনজীবীর গলায় কুরুচিপূর্ণ লেখা প্ল্যাকার্ড জোর করে ঝুলিয়ে দেন এবং তার ছবি ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন।
মামলার অন্য আসামিরা হলেন অ্যাড. সিরাজুল ইসলাম (৫), অ্যাড. তারিক ইকবাল তপু, অ্যাড. শাহেদুজ্জামান শাহেদ ও অ্যাড. ফুয়াদ হাবিব টিটো।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাড. শাহ আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
Discussion about this post