অনৈতিক আচরণের’ দায়ে বর্তমান মিস জিম্বাবুয়ের খেতাব কেড়ে নেওয়া হয়েছে। অনলাইনে তাৎক্ষণিক বার্তা প্রেরণ সেবা প্রদানকারী হোয়াটস অ্যাপে তার কিছু নগ্ন ছবি ছড়িয়ে পড়ার পরপরই এই সিদ্ধান্ত নেয় দেশটির সুন্দরী প্রতিযোগীতার আয়োজক কর্তৃপক্ষ।
জিম্বাবুয়ের আইনে বিউটি কুইনদের নগ্ন ছবি তোলা নিষিদ্ধ। কিন্তু মিস জিম্বাবুয়ে খেতাবপ্রাপ্ত এমিলি ক্যাশোট (২৫) নামের ওই সুন্দরী সেই আইন ভঙ্গ করেছেন। সম্প্রতি এই সুপার মডেলের সাবেক প্রেমিক তার কয়েকটি নগ্ন ছবি অনলাইনে ফাঁস করে দেন।
অদ্ভুতভাবে বিপরীতক্রমে সম্প্রতি মিস ক্যাশোটের আগের মিস জিম্বাবুয়ে থাবিসো ফিরি (২২) তার ছেলে বন্ধুকে নিজের কিছু নগ্ন ছবি পাঠালে সেগুলো অনলাইনে ফাঁস হয়ে পড়লে তার খেতাবও কেড়ে নেওয়া হয়।”জুম বাংলা




Discussion about this post