বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ছিলেন, তাকে আদৌ বিচারপতি করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।</p> সম্প্রতি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন বলেন, তাঁর কর্মকা- অনভিপ্রেত।</p> তিনি রাজনৈতিক মিছিলেও যান, টক শোতেও যান, আবার প্রধান বিচারপতি সম্পর্কে নানা ধরনের মন্তব্য করে বিচার বিভাগকে বিতর্কিত করেন।</p> তিনি যে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ছিলেন, অবসরে যাওয়ার পর সেটা দেখা গেছে। তাঁকে আদৌ বিচারপতি করা উচিত হয়নি।</p>




Discussion about this post