ব্যাট হাতে ক্রিজে যাই আনন্দ করতে

6
VIEWS

glenn-maxwell-practiceবিডি ল নিউজঃ বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত তাঁকে দেখা গিয়েছে মোটে একবার। দুপুর আড়াইটে নাগাদ সবুজ টি শার্ট আর শর্টস পরে টিম হোটেলের লবি লিফট ধরার সময়। লিফট থেকে ঘর, এবং ঘরে ঢুকে টানা সাড়ে চার ঘণ্টার ঘুম। শোনা গেল, মেজাজ অত্যন্ত খারাপ। টিম দিল্লির কাছে হেরেছে বিশ্রী ভাবে। তার উপর নিজেও রান পাননি। শেষ পর্যন্ত কিংস ইলেভেন টিম ম্যানেজমেন্ট থেকে ফোনে ধরিয়ে দেওয়ায় আনন্দবাজারকে যা যা বললেন গ্লেন ম্যাক্সওয়েল…

প্রশ্ন: এত দুর্দান্ত একটা বিশ্বকাপ গেল আপনার। এত ঝোড়ো সব ইনিংস খেললেন। কিন্তু আইপিএলে আচমকা কী হল? তিনটে ম্যাচ হয়ে গেল, তবু ম্যাড ম্যাক্সের ব্যাট চুপ? আর আপনি পারছেন না বলে পঞ্জাবও হোঁচট খাচ্ছে।

ম্যাক্সওয়েল: হুম। আমার অফ ফর্ম চলছে বলব না। আমার শুরুটা ভাল হচ্ছে। কিন্তু তার পর এগোচ্ছে না। দিল্লি ম্যাচেই পাঁচ বলে দু’টো ছয় মারলাম। কিন্তু তার পর আর টানতে পারলাম না। যাক গে, ভাল ব্যাপার হল সাইনটা পাচ্ছি।

প্র: কী সাইন?

ম্যাক্সওয়েল: নিজের চেনা মেজাজে ফেরার। যেটা একমাত্র আমিই বুঝতে পারব। আসলে আমার বলুন বা টিমের, ধারাবিহকতাটা থাকছে না। একটা ম্যাচ ভাল খেললে পরেরটায় হচ্ছে না। কিন্তু এটা বেশি দিন চলবে না। কয়েক দিনের মধ্যেই আগুনে ম্যাক্সওয়েলকে দেখা যাবে। আবার বোঝাব, আমি কী করতে পারি না পারি।

প্র: কিন্তু লোকে তো আপনার ফর্ম নিয়ে প্রশ্ন তুলছে। মিডিয়া লিখছে। বলা হচ্ছে, অল ইজ নট ওয়েল ফর ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েল: লোকে তো বলেই। অনেক কিছুই বলে। যেমন আমি টেস্ট ক্রিকেট খেললে সফল হব কি না, সে সব নিয়েও তো আলোচনা চলে। ও সবে আমি পাত্তা দিই না।

প্র: এটাও বলা হচ্ছে যে, আগামী শনিবার পুণের ম্যাচটা গত বছরের আইপিএল ফাইনালের বদলার ম্যাচ হবে কিঙ্গস ইলেভেনের কাছে। সে দিন দু’শোর লক্ষ্য দিয়েও হারতে হয়েছিল। এ বার কেকেআরে সাকিব নেই। নারিন অ্যাকশন পাল্টেছেন। সুবিধে হবে?

ম্যাক্সওয়েল: কেকেআর যথেষ্ট ভাল টিম। আর বদলা নয়, এটা স্রেফ আর পাঁচটা ম্যাচের মতো একটা ম্যাচ আমার কাছে। আর হ্যাঁ, নারিন অ্যাকশন বদলেছে জানি। দেখেছি ওর বোলিং। শুধু এটুকু বলব যে ও এখনও ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। আরও একটা কথা। বিপক্ষের কার কী অবস্থা, সে সব নিয়ে আমি ভাবি না। আমার কাছে একটাই জিনিসই গুরুত্ব পায়। নিজের ব্যাটিং। নিজে আমি কী করলাম।

প্র: কিন্তু আপনাকে এমন খুনে ব্যাটিংটা শেখাল কে? কাকে দেখে এমন বিস্ফোরক ব্যাটিংয়ের দিকে গেলেন?

ম্যাক্সওয়েল: (অনেকক্ষণ ভেবে) আপনি বোধহয় আমার আইডলের কথা জানতে চাইছেন। সে ভাবে ভাবলে দু’টো নাম বলব। রিকি পন্টিং আর অ্যাডাম গিলক্রিস্ট। ওরা যে ভাবে বোলারদের ধ্বংস করত, মাঠে বা টিভিতে বসে দেখতে সেগুলো ভাল লাগত। আর আলাদা করে এমন ব্যাটিং কেউ আমাকে শেখায়নি। ওটা আপনাআপনি ভেতর থেকে আসে। আর আসে যে ভাবে ক্রিকেটকে দেখি, তার কারণে।

প্র: কী ভাবে দেখেন?

ম্যাক্সওয়েল: দেখুন, মাঠ আমার কাছে চাপ নেওয়ার জায়গা নয়। আমি ক্রিজে ব্যাট করতে নামি আনন্দ করতে। ক্রিকেট আমার কাছে এমন একটা খেলা যেখান থেকে প্রচুর মজা পাওয়া যায়!

প্র: সে কারণেই বোলার ‘বিট’ করলেও হাসতে থাকেন? বা কঠিন বলেও অদ্ভুত অদ্ভুত সব শটের দিকে যান?

ম্যাক্সওয়েল: বলতে পারেন। বললাম তো, উপভোগ করতে নামি স্রেফ। ভয়ডরহীন ক্রিকেট খেলাটা আমার পছন্দ। ব্যাটিং দর্শন বলে যদি কিছু থাকে আমার, তা হলে এটা। মাঠ হল একটা আউটলেট যেখানে নিজের ভেতরের ম্যাক্সওয়েলকে বার করে আনতে পারি।

প্র: আপনার এত কম বয়স। তার মধ্যে আপনাকে ক্রিকেটারদের বর্তমান প্রজন্ম রোলমডেল ধরে এগোচ্ছে। টি-টোয়েন্টিতে তো একটা টার্মই চালু হয়ে গিয়েছে যে ‘ডু আ ম্যাক্সওয়েল’ বলে। চাপ লাগে না?

ম্যাক্সওয়েল: ব্যাপারটা ভেবে দেখিনি কখনও। বললেন, শুনে ভাল লাগল। কিন্তু এটা নিয়ে বিশদে বলতে পারব না।

প্র: একটা ব্যাপার নিয়ে নিশ্চয়ই বলতে পারবেন। এবি ডে’ভেলিয়ার্সের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের সঙ্গে আপনারটার খুব তুলনা হয়। ডে’ভিলিয়ার্স বলতে কী বোঝেন?

ম্যাক্সওয়েল: বুঝি এমন একজন ক্রিকেটার যে এই মুহূর্তে পৃথিবীর সেরা। ওর মতো স্কিল আর কোনও ক্রিকেটারের নেই। এত বিভিন্ন ধরনের শটও কারও হাতে নেই। আর শুধু টি-টোয়েন্টি কেন, টেস্ট, ওয়ান ডে কোথাওই ওর পাশে কেউ এখন নেই।

প্র: টি-টোয়েন্টিতে তা হলে গ্লেন ম্যাক্সওয়েল কোথায়?

ম্যাক্সওয়েল: ডে’ভিলিয়ার্সের পরে। ওর আগে নয়। তবে হ্যাঁ, আমি এখনও টেস্ট খেলিনি।

সৌজন্যে আনন্দবাজার পত্রিকা

Next Post

Discussion about this post

নিউজ আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.