গত সোমবার সকল মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দেন। কিন্তু, প্রত্যেকেই এখনো নিজ নিজ দায়িত্বে কর্তব্যরত রয়েছেন। তাই, সরকারের মন্ত্রীরা এখনো অবৈধ না কেন তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করবেন সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক। বুধবার দুপুরে কেবিনেট সচিব ও ৫৯ জন মন্ত্রীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী। বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে মন্ত্রীদের গাড়ী থেকে পতাকা সরানো ও নির্বাহী বলে থাকা সকল ক্ষমতা ছেড়ে না দিলে হাইকোর্টের দ্বারস্থ হবেন ড. তুহিন। এছাড়া সরকারি ওয়েব সাইটের তালিকা থেকে এসব মন্ত্রীদের নাম সরানোর আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি হাইকোর্টে মন্ত্রীদের এ অবৈধতা নিয়ে আগামীকাল রিট করবো। পাশপাশি জানতে চাইবো সংবিধানের অনুচ্ছেদ ৭-এর ‘ক’ ধারা অনুযায়ী এই সব মন্ত্রী ও তাদের সহযোগীতাকারীদের (যারা এসব অবৈধ মন্ত্রীদের ফাইল বা কাজ কর্ম সম্পাদন করছেন) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হবে না কেন?
Discussion about this post