মা-বাবা ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করার দায়ে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়ায় শাহিনুর ইসলাম (২৭) নামে এক মাদকাসক্ত যুববকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত যুবক শাহিনুর বানিয়াপাড়া গ্রামের নাসির হোসেনের বড় ছেলে। তিনি জয়পুরহাট-ঢাকা রুটের বাস শ্রমিক হিসেবে কাজ করতেন।
জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, দুপুরে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত শাহিনুর তার মা-বাবা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বেদম মারপিট করে। এ ঘটনায় গ্রামবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।




Discussion about this post