বিডিলনিউজঃ মুক্তিযোদ্ধাদের বিএনপির সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী। জনতার ‘রোষানল’ থেকে বাঁচতে তাদের এছাড়া আর কোন উপায় নেই বলে তিনি উল্লেখ করেন। আজ শুক্রবার পাবলিক লাইব্রেরির সামনে ‘কিশোর-ছাত্র-যুব-নারী-শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর-সাংস্কৃতিক কর্মী-পেশাজীবী জনতা’র ব্যানারে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
প্রবীণ এই সাংবাদিক বলেন, বিএনপি বলে থাকে জামায়াতের সঙ্গে তাদের আদর্শিক কোনো বিরোধ নেই। জামায়াতের সঙ্গে যদি আদর্শিক কোনো বিরোধ না থাকে তাহলে আমরা বিএনপিকে কোন জায়গায় রাখবো? বিএনপিতে যে মুক্তিযোদ্ধারা আছেন, তারা কি বলবেন? আপনারা যদি একাত্তরে সত্যি সত্যিই মুক্তিযুদ্ধ করে থাকেন তাহলে অনুগ্রহ করে এখনি সরে পড়েন। বিএনপির সঙ্গে মিশে জামায়াতের নৈরাজ্যে সারা দেশে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা রুখে দাঁড়ালে আপনারাও রেহাই পাবেন না।”
সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post