ম্যাক্সিকোর পশ্চিমাঞ্চালের কলিমা রাজ্যের সাবেক গভর্নর ফারনানদো মোরিনা প্যানা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
জন নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র জানান, সোমবার সকালে একটি হোটেলে তিনি নাস্তা করতে যান। এ সময় দু’জন ব্যক্তি হোটেলে ঢুকে তাকে গুলি করে দ্রুত সটকে পড়েন।
আহত মোরিনা প্যানা ইনস্টিটুউশনাল রেভুলেশনারি পার্টির (পিআরআই) সদস্য। তাকে আপরেশনের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পিআরআই’র প্রেসিডেন্ট ম্যানিলো ফ্যাবিয়ো বিলট্রোনস এ হামলায় জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
এর আগে ২০১০ সালে কলিমা রাজ্যের অন্য সাবেক গভর্নর সিলভেরিয়ো কাভাজোস গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ফারনানদো মোরিনা প্যানা ১৯৯৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কলিমা রাজ্যের গভর্নর ছিলেন। একই সঙ্গে তিনি কলিমা বিশ্ববিদ্যালয়ের ডিনেরও দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post