বিডি ল নিউজঃ রাস্তা থেকে যুবককে ভয় দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ! এও কি সম্ভব? অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে বলে দাবি এক ৩৩ বছর বয়সি যুবকের। দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের কোওয়াজাখেলে শহরে তাঁকে তিন মহিলার একটি দল ধর্ষণ করে তাঁর শুক্রাণু চুরি করে নিয়েছে বলে অভিযোগ ছেলেটির।

(প্রতীকী চিত্র)
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের দাবি, শহরের এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাত একটি গাড়ি তাঁর সামনে এসে থামে। তাঁর কাছে পথনির্দেশ চায় গাড়ির আরোহী কয়েকজন মহিলা। তিনি রাস্তার হদিশ দিচ্ছিলেন। আচমকা গাড়ির ভিতর থেকে এক মহিলা তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে গাড়িতে উঠে আসতে বলে।তিনি বাধ্য হয়ে গাড়িতে ওঠেন। তখন গাড়ির ভিতরে ছিল দুজন মহিলা।
এরপর যুবকটি যা বলেছে, তা আরও চাঞ্চল্যকর। সে জানিয়েছে, গাড়িতে ওঠার পরই তাঁকে শারীরিকভাবে উত্তেজিত করার চেষ্টা করে ওই মহিলারা। কিন্তু তাতে কাজ না হওয়ায় তাঁকে জোর করে কোনও রহস্যজনক তরল পদার্থ খাওয়ানো হয়। সেটি শরীরে যাওয়ার পর তার মধ্যে যৌন উত্তেজনার উদ্রেক হয়। এরপর তাঁকে ওই তিন মহিলা ধর্ষণ করে।
ছেলেটির আরও অভিযোগ, ওই তিন মহিলা তাঁর শুক্রাণু সংগ্রহ করে একটি প্লাস্টিকের কৌটোয় ভরে ফেলে। এরপর তাঁকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়।
পুলিশ জানিয়েছে, তাদের কাছেও ঘটনাটি অবিশ্বাস্য ঠেকছে।তবে পুরুষদের কাছ থেকে মহিলাদের হাতে ধর্ষিত হওয়ার অভিযোগ আগেও তারা পেয়েছে।”এবিপি আনন্দ
Discussion about this post