বিএনপির একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়া যে কোনো সময় বাসা থেকে বের হবেন। আইন-শৃঙ্খলা বাহিনী যদি কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাহলে তিনি দলের পূর্ব ঘোষিত ‘গণতন্ত্রের অভিযাত্রা ’কর্মসূচিতে অংশ নিতে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে যাবেন। অন্যথায় গতকালের মতো আবারো বাসভবনের মূল ফটকে অবস্থান নিবেন এমনকি আরো কঠোর কর্মসূচি পালনে ঘোষণা দিতে পারেন।
উল্লেখ্য, গতকাল রোববার বিএনপি চেয়ারপারসন তার বাসভবন থেকে বের হতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। তখন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি সোমবারও চলবে বলে ঘোষণা দেন বেগম খালেদা জিয়া। আজও যদি একইভাবে বাধা দেওয়া হয় এই কর্মসূচি অব্যাহত থাকবে, তা আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধীদলীয় নেতা।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলন করে ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন প্রতিহত করতে সারাদেশের সক্ষম নাগরিকদের লাল-সবুজ পতাকা হাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণজমায়েত হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
Discussion about this post