বিডি ল নিউজঃ ইংরেজরা সাধারণত কোন মিরাক্কেল করে না। তারা তাদের মত করেই দল গঠন করে এবং তা হয় যেমনটা বাহির থেকে চিন্তা করা হয়, ঠিক তেমন। তবে, অনেকেই তাদের প্রিয় খেলোয়াড় কেপিকে চাচ্ছে বিশ্বকাপ দলে। তবে, মনে হচ্ছে না তা সম্ভব। তবে, চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেটে চলতি সময়ে যে নামটি বারবার ঘুরে ফিরেই আসছে সেই কেভিন পিটারসেন। দলে না থাকা সাবেক এই ইংলিশ অধিনায়ক দলে ফেরার জন্য চালিয়ে যাচ্ছেন সাম্ভাব্য সব ধরণের অস্ত্র। এবার তিনি জানিয়েছেন, বর্তমান অধিনায়ক ইয়ন মরগান নাকি তাকে দলে চাচ্ছেন।
আগের অধিনায়ক অ্যালিস্টার কুকের ফর্মহীনতার কারণে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্বে রয়েছেন ইয়ন মরগান। আর স্কোয়াড থেকেই বাদ পড়েছেন কুক।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেপি বলেন, ‘আমি জানি, ইংল্যান্ড দলের বর্তমান অধিনায়ক আমাকে দলে পেলে অনেক খুশী হবেন। এবং আমি নিজেও ইংল্যান্ডের হয়ে খেলতে চাই।’
নিজের বয়স সম্পর্কে ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, ‘আমার চাইতে চার বছরের বড় হয়েও শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এখনো ব্যাট হাতে দ্বিশতকের ইনিংস খেলতে পারলে আমিও পারবো। আমি সত্যিই বিশ্বাস করি, আমি ব্যাট হাতে এখন দারুণ অবস্থায় রয়েছি।’
প্রসঙ্গত, কেভিন পিটারসেন গত বছরে তার আন্তর্জাতিক ক্যারিয়ার হারিয়েছেন। তবে বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন। কেপি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪১.৩২ গড়ে ৪,৪২২ রান তুলেছেন।




Discussion about this post