বিডিলনিউজঃ
সিলেট মহানগরীর সব মুক্তিযোদ্ধার বাড়ির হোল্ডিং ও পানীয় জলের ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। সন্ধ্যায় সিটি করপোরেশন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের পক্ষ থেকে মহানগরীর ১৬৫ মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদানও দেওয়া হয়। এ সময় মেয়র বলেন, জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দিতে পেরে সিটি করপোরেশন গর্বিত। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা স্বরূপ তাদের বসতভিটার সব ধরনের ট্যাক্স মওকুফ করার জন্য সিটি করপোরেশন পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও নগরীর মানিকপীর গোরস্তানে মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর তাদের সমাধি চিহ্নিত ও আলাদা করে রাখার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
Discussion about this post