অফিস ডেস্ক:-
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জুলাই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ জুলাই) বার কাউন্সিলের ওয়েস সাইটে সংস্থাটির সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার স্থান, সময় ও অন্যান্য বিস্তারিত সূচি যথা সময়ে ঘোষণা করা হবে।
২৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।গত বছরের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। তাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এবার মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের বিগত ১৯-১২-২০২০ইং তারিখের এনরােলমেন্ট লিখিত পরীক্ষার ৫টি পরীক্ষাকেন্দ্রে সংগঠিত বিশৃঙ্খলা, অরাজকতা ও কেন্দ্র ভাংচুরের ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থীদের বরাবরে কারণ দর্শাণাের নােটিশ প্রেরণ করা হইয়াছিল।
পরীক্ষার্থীগণ নােটিশের জবাব দাখিল করিয়াছে। উক্ত জবাব ও তাহাদের বিরুদ্ধে আনীত অভিযােগ বার কাউন্সিলের এনরােলমেন্ট কমিটির বিগত ২৮-০৬-২০২১ইং তারিখের সভায় পর্যালােচনা করা হইয়াছে।
তাহাদের জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় এনরােলমেন্ট কমিটি অভিযুক্ত পরীক্ষার্থীদের প্রত্যেককে বার কাউন্সিলের পরবর্তী একটি এনরােলমেন্ট পরীক্ষায় (এম.সি.কিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় যাহার জন্য যে পরীক্ষা প্রযােজ্য) অংশগ্রহণ নিষিদ্ধ করিয়াছেন। অভিযুক্তগণের তালিকা নিম্নরূপ ঃ-
বিগত ২৯-০৫-২০২১ইং তারিখে প্রকাশিত এনরােলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফলে নিম্নলিখিত রােল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হইয়াছেন। পূর্ববর্ণিত কারণে তাহারা আসন্ন এনরােলমেন্ট মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন না ।
প্রথম প্রকাশিত রেজাল্টে বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় মোট ১২ হাজার ৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে সাথে অপক্ষোমান ২৩০ জন পরীক্ষার্থীর রেজাল্ট ১৬/০৬/২০২১ ইং তারিখে প্রকাশিত হয়। সেখানে অপক্ষোমান ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে আরো ১৩২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
১৬/০৬/২০২১ ইং তারিখে প্রকাশিত অপেক্ষামান ২৩০ জনের রেজাল্ট প্রকাশ হবার পরে মোট লিখিত পরীক্ষায় ১২ হাজার ৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন।

এছাড়াও বাংলাদেশ বার কাউন্সিল উক্ত নোটিশে ১৭৫২২ নম্বর রোল উল্লেখিত পরীক্ষার্থীকে বার কাউন্সিলের সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য তাকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল / উইথহেলড রাখা হয়েছিল , বার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সেই পরীক্ষার্থীর রেজাল্ট প্রকাশ করেছেন বার কাউন্সিল । নোটিশে ১৭৫২২ নম্বর রোল উল্লেখিত পরীক্ষার্থী পাশ করেছেন বলে নোটিশে উল্লেখ করেন।
এবারের নোঠিশে অপেক্ষাকৃত ৪২ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৯ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় পাশ করে কিন্তু বিগত ২৯-০৫-২০২১ইং তারিখে প্রকাশিত এনরােলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফলে নিম্নলিখিত রােল নম্বরধারী ১৯ জন প্রার্থীগণ উত্তীর্ণ হইয়াছেন। পূর্ববর্ণিত কারণে তাহারা আসন্ন এনরােলমেন্ট মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন না।
Discussion about this post