বিডি ল নিউজ:
অ্যান্টি মানি লন্ডারিং ও কমবাটিং দ্য ফাইন্যান্সিং অব টেরোরিজম সংক্রান্ত একটি নতুন শাখা (উইং) খুলেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মানি লন্ডারিং প্রিভেনশনাল রুলস, ২০১৩ অনুযায়ী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এ শাখা খুলেছে।
অ্যান্টি মানি লন্ডারিং ও কমবাটিং দ্য ফাইন্যান্সিং অব টেরোরিজম সংক্রান্ত শাখার প্রধান হলেন বিএসইসির নির্বাহী পরিচালক রুখসানা চৌধুরী। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন- নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, পরিচালক শেখ মাহাবুবুর রহমান, উপ-পরিচালক জু্বায়ের উদ্দিন ভুঁইয়া, সহকারী পরিচালক মো. রাকিবুর রহমান।
এ শাখার প্রধান কাজ হবে পুঁজিবাজারের মাধ্যমে বিদেশে অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ করা।
Discussion about this post