বিডি ল নিউজঃ ইতিহাস থেকে সবসময় অনুপ্রেরণা নিতে হয়। বাংলাদেশ দলে এমন আটজন খেলোয়াড় আছেন যারা আগে কখনওই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেননি। এটা যেমন মাশরাফি বিন মুর্তজার দলকে পিছিয়ে রাখছে, তেমনি এগিয়ে থাকার মত উপাদানও আছে।
ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ তিনবারের মোকাবেলায় দুটিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে সর্বশেষ জয়টা এসেছে চার বছর আগে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেই। এই পরিসংখ্যান নি:সন্দেহে এগিয়ে রাখছে বাংলাদেশ। এর বাদে ১৯৯৬ সাল থেকে শুরু করে এখন অবধি বিশ্বকাপ মিশনটা কখনওই ইংল্যান্ডের জন্য কোন সুখকর অভিজ্ঞতা নয়। সর্বশেষ পাঁচটি বিশ্বকাপে র্যাং কিংয়ের শীর্ষ আট দলের বিপক্ষে ইংলিশরা জিতেছে মাত্র পাঁচবার। ফলে, সোমবারের ম্যাচে জয়ের স্বপ্ন দেখতেই পারেন সাকিব-তামিমরা!




Discussion about this post