নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন ডিবি পুলিশ তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের নতুন ওই তারিখ ধার্য করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটের ৩য় তলায় ‘জাগৃতি’ প্রকাশনী অফিসে ঢুকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্রের কোপে ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করে।
এ ঘটনায় ২ নভেম্বর শ্বশুর অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সহযোগিতায় দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের আইটি এক্সপার্ট খায়রুল ইসলাম, সদস্য মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মাইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান ও মো. আবদুস সবুর ওরফে আবদুস সামাদ ওরফে সুজন ওরফে সাজু ওরফে সাদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে। মামলাটি তদন্ত করছেন ডিবি পুলিশের পরিদর্শক মো. ফজলুর রহমান।
Discussion about this post