ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় গ্রামবাসীর করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে হরিপুর আমলি আদালতের বিচারক আরিফুর রহমান এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই রায়ে গ্রামবাসী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি গ্রামবাসী সেখানে ন্যায় বিচার পাবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বহরমপুর গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে এবং বিজিবির গুলিতে নবাব (৩৫) সাদেক (৪৫), জয়নুল (১২) ও সাদেকুল (৩২) নামে চার গ্রামবাসী নিহত ও বিজিবি সদস্যসহ ১৬ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, মিঠু, ইসহাদিতি, সাদেকুল, তৈমুর, রাসেল, জয়নুল, মুনতাহারা, বাবু, নওশাদ, হান্নান, জয়নুল ও নুর নাহার।
তখন এলাকাবাসী জানিয়েছে, বরহমপুর গ্রামের মাহাবুব আলী গত ৬ মাসে আগে একটি গরু কেনে। সেই গরু মঙ্গলবার সকালে স্থানীয় যাদুরানী বাজারে বিক্রি করার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় বেতনা ক্যাম্পের বিজিবির সদস্যরা ভারতীয় গরু সন্দেহে গরুগুলো বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য মাহাবুবের কাছ থেকে ছিনিয়ে নিতে গেলে মাহাবুবের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ বাধে।
পরে বিজিবির সদস্যরা গুলি ছুড়লে যাদুরানী বাজারের উদ্দেশে আসা ২ পথচারীসহ স্থানীয় ২জন নিহত হয় এবং ১৬জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনায় নিহতদের স্বজনরা বাদী হয়ে বিজিবির বিরুদ্ধে মামলা করেন।




Discussion about this post