এডভোকেট মোঃ হাবিবুল হক
আগাম আয়কর বা আইটি রিটার্ন জমা দেওয়া থাকলে বছরের শেষে গিয়ে আর ঝুকি পোহাতে হয় না। এক্ষেত্রে কতগুিল বিষয়ে বিশেষ নজর রাখতে হয়। যার মধ্যে অন্যতম প্যান নম্বর।
এখন আধারের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করানোর কারণে যে কোনও একটি কার্ডের তথ্য দিলেই চলে। টিডিএস হিসেবে আপনার দেওয়া ট্যাক্সের বাড়তি অংশ ফেরত দেয় আয়কর দফতর। ই ফাইল জমার সময় কোনও ভুল হলে আইটিআর-ভি পাঠায় আয়কর দফতর। সেটি ভেরিফায়েড না হলে বুঝতে হবে কোথাও কেনও গণ্ডগোল হয়েছে।
এক্ষেত্রে অনলাইনে ভুল সংশোধন করতে পারা যায়। না হলে সরাসরি আয়কর দফতরে ১২০ দিনের মধ্যে সংশোধনী পাঠিয়ে দিতে হবে।
আয়কর রিটার্ন জমা দেওয়ার কী কী সুবিধা আছে :
আয়কর রিটার্ন জমা দিলে একাধিক সুবিধা পেতে পারেন করদাতারা।
প্রথম সুবিধা:
প্রথম সুবিধা হল ঋণ নেওয়ার ক্ষেত্রে। আইটি রিটার্ন জমা করলে সহজেই গাড়ি-বাড়ি ঋণ পাওয়া যায়। কারণ যেকোনও ব্যাংক ঋণ দেওয়ার আগে আবেদনকারীর ফর্ম ১৬ দেখতে চান। আয়কর রিটার্ন দেওয়া থাকলে সেইসব কাগজপত্র সহজেই করদাতা পেয়ে যান। এতে ঋণ না মঞ্জুর হওয়ার প্রবণতাও কম থাকে।
দ্বিতীয় সুবিধা :
দ্বিতীয় সুবিধাটি হল লোকসান বা ক্ষতির হাত থেকে সহজেই বাঁচা যায়। কোনও কারণে সংস্থার লোকসান হলে সেই ক্ষতির প্রভাব আয়করের উপর গিয়ে পড়ে না। ফলে সংস্থা বা ব্যক্তির চাপ অনেকটাই কমে যায়।

তৃতীয় সুবিধা :
আয়কর রিটার্ন জমা থাকলে সহজেই ভিসা পাওয়া যায়। কারণ ভিসার আবেদনকারীকে সবার আগে আইটি রিটার্ন জমা দেওয়া আছে কিনা সেটা জানাতে হয়। এমনকী তার প্রমাণও দিতে হয়। বিশেষ করে আমেরিকা, ব্রিটেন, কানাডা, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার একাধিক দেশের ভিসা পেতে গেলে আইটি রিটার্ন জমা দেওয়া অত্যন্ত জরুরি।
চতুর্থ সুবিধা :
চতুর্থ সুবিধাটি হল জীবন বীমা। মোটা টাকার জীবন বিমা অনায়াসেই করতে পারেন করদাতা। মোটা টাকা বলতে ৫০ লাখ অথবা ১ কোটি টাকার জীবন বীমা যদি কেউ করতে চান তাঁর ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া অত্যন্ত লাভজনক। এক্ষেত্রে একাধিক জীবন বীমা কোম্পানি ক্রেতার আইটি রিটার্ন দেখতে চান।
পঞ্চম সুবিধা :
পঞ্চমটি হল সরকারি কাজের বরাত সহজে পাওয়া যায়। যেকোনও সরকারি কাজের বরাত পেতে হলে সবার আগে ৫ বছরের আয়কর জমার পরিমান দেখাতে হয়। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আইটি রিটার্ন জমা দেওয়া সবার আগে জরুরি। কারণ যেকোনও রকম আর্থিক লেনদেনে সবার আগে আইটি রিটার্নের বিষয়টি দেখাতে হয়।
মো: হাবিবুল হক
এডভোকেট
জজ কোর্ট, ঢাকা
মোবাইল নং: ০১৮১৩৬১৩৬৭৯
Click here to view company registration in Bangladesh, RJSC fees
lawfornations.abm@gmail.com, মোবাইল: 01842459590.
RESEARCH REPORT OF LAW(আইনের রিসার্চ রিপোর্ট গবেষণা পদ্ধতি ও প্রতিবেদনের তালিকা )
Discussion about this post